• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

কোহলির তীব্র সমালোচনা কপিল দেবের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৫:২৮ পিএম
কোহলির তীব্র সমালোচনা কপিল দেবের

টানা দুই ম্যাচ হেরে সেমি ফাইনালের স্বপ্নই অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের। এর মধ্যে সমালোচনার ঝড় বইছে দলটিকে ঘিরে। বিশেষ করে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলের টানা দুই ম্যাচে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ভক্তরা। ক্রিকেট বিশ্লেষকরাও ভারতের পারফরম্যান্সে হতাশ। এর মধ্যে প্রশ্ন উঠেছে বিরাট কোহলির নেতৃত্ব গুণ নিয়েও। 

রোববার নিউজিল্যান্ডের কাছে হারের পর কোহলির সরল স্বীকারোক্তি ছিল, তার দল যথেষ্ট সাহসী ছিল না। কোহলির এমন বক্তব্যে চটেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। কোহলির মতো একজন আইকনিক খেলোয়াড়ের মুখে এমন বিবৃতি শুনে অবাকই হয়েছেন সাবেক এই পেস অল রাউন্ডার। 

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ম্যাচ-পরবর্তী পুরস্কার বিবরণী অনুষ্ঠানে কোহলি বলেছিলেন, “কিছুটা বিব্রত। সত্যি বলতে, আমি মনে করি না আমরা ব্যাটে বলে যথেষ্ট সাহসী ছিলাম।”

কোহলির এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের হয়ে ৬৮৭ আন্তর্জাতিক উইকেটের মালিক কপিল দেব। ভারতের এবিপি নিউজকে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, “তার (কোহলি) মতো বড় খেলোয়াড়ের জন্য, এটা খুবই দুর্বল বিবৃতি। এটা যদি দলের শরীরী ভাষা হয় এবং এটা যদি চিন্তার প্রক্রিয়া হয়, তবে দলকে এগিয়ে নেওয়া সত্যি কঠিন। এটা শুনে আমি কিছুটা অবাক হয়েছি। সে এই মাপের খেলোয়াড় নয়।”

কপিল দেব আরো বলেন, “সে একজন আইকন। আমার মনে হয়, সে ওই মুহূর্তে নিজেকের হারিয়ে ফেলেছিল। একজন অধিনায়ক এটা বলতে পারে না যে, আমরা যথেষ্ট সাহসী ছিলাম না’। আমি আপনার দেশের জন্য খেলছেন এবং তার আবেগ আছে। কিন্তু আপনি এ ধরনের কথা বললে, আপনার দিকে আঙুল উঠবেই।”

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পারফরম্যান্সে দারুণ হতাশ টেস্টে এক সময়কার সর্বোচ্চ উইকেটের মালিক। তিনি মনে করেন, ভারতের এই হারে কোনো সমালোচনাই যথেষ্ট নয়, “আমার বলার মতো ভাষা নেই। আমরা এমনকি কতটা সমালোচনা করব? যে দলটা আইপিএল খেলেছে এবং অনুশীলন করার পর যখন এ ধরনের খেলা খেলে, তখন সমালোচনা তো হবেই। যখন আপনি জিতবেন, কোনো পুরস্কারই যথেষ্ট নয়। কিন্তু এই মুহূর্তে, কোনো ধরনের সমালোচনাই যথেষ্ট নয়। কারণ তারা যেভাবে খেলছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। আপনি লড়বেন এবং হারবেন—আমরা বুঝব। কিন্তু আজ এমন একটা পারফরম্যান্স ছিল না যা দেখে খুশি হওয়া যায়।”

Link copied!