• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

কোহলিদের উপর ক্ষোভ ঝাড়লেন গাঙ্গুলি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৯:৪৪ পিএম
কোহলিদের উপর ক্ষোভ ঝাড়লেন গাঙ্গুলি 

চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানের বিপক্ষে হেরে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল ভারত। এমনকি পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও হেরেছিল কোহলিরা। এরপর টানা তিন ম্যাচ জিতেও সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। বিশ্বকাপে দলের এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে এতদিনে মুখ খুলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেমিফাইনালের আগেই দলের বিদায়ে ক্ষোভ ঝেড়েছেন গাঙ্গুলি। 

সম্প্রতি এক অনুষ্ঠানে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘‘সত্যি বলতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে খুব একটা খারাপ খেলেনি ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল তারা। ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ ভালো খেলে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। তবে একদিন খারাপ যেতেই পারে।’’

কিন্তু বিশ্বকাপে কোহলিদের খেলার ধরণে খুশি হতে পারেননি বোর্ড প্রেসিডেন্ট। বলেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যেভাবে খেলেছি তাতে আমি হতাশ। গত চার-পাঁচ বছরে এত খারাপ আমরা খেলিনি। দেখে মনে হচ্ছিল ক্রিকেটাররা স্বাধীনভাবে খেলতে পারছিল না। বড় প্রতিযোগিতায় কখনও কখনও এরকম হয়। আমার দেখে মনে হয়েছে দল নিজের ক্ষমতার ১৫ শতাংশ খেলেছে।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পরে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল ভারত। পরের তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারালেও সেমিফাইনালে পৌঁছতে পারেনি ভারত।

Link copied!