• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

কোহলিকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গাপটিলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৯:৪১ পিএম
কোহলিকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গাপটিলের

একের পর এক রেকর্ড হাতছাড়া হচ্ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। এবার কোহলিকে ছাড়িয়ে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেমে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক হলেন কিউই ওপেনার গাপটিল। 

কোহলিকে টপকে যেতে গাপটিলের প্রয়োজন ছিল ১১ রান। রাঁচিতে ভারতের বিপক্ষে নেমে ম্যাচের প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমারের বলে তিনটি বাউন্ডারি মেরে লক্ষ্যে পৌঁছে যান তিনি। এই ম্যাচে ৩১ রানে আউট হয়েছেন এই ব্ল্যাক ক্যাপস ওপেনার। 

জয়পুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১১০ ম্যাচের ১০৬টি ইনিংসে গাপটিলের সংগ্রহে ছিল ৩২১৭ রান। ৯৫টি ম্যাচের ৮৭টি ইনিংসে ৩২২৭ রান করে এক নম্বরে ছিলেন কোহলি।

৩১ রান করে আউট হওয়ার ফলে ১১১ ম্যাচের ১০৭টি ইনিংসে গাপটিলের মোট সংগ্রহ হল ৩২৪৮ রান। 

Link copied!