• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

কৈশোরে উইম্বলডনের ছোঁয়ার অপেক্ষায় আর্থার 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৪০ পিএম
কৈশোরে উইম্বলডনের ছোঁয়ার অপেক্ষায় আর্থার 

উইম্বলডনের বাছাই পর্বের পুরুষ একক ফাইনালে পৌঁছেছেন ১৮ বছর বয়সী টেনিস খেলোয়াড় আর্থার ফেরি। তার পথে বাধা হয়ে ছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন, যিনি র‍্যাঙ্কিংয়ে ফেরির চেয়ে ৮০০ ধাপ উপরে অবস্থান করছেন। বাছাই পর্বের শেষ রাউন্ডে নেদারল্যান্ডসের ট্যালন গ্রিকস্পোরকে হারাতে পারলেই স্বপ্নের সবুজ ঘাসে পা রাখবেন ফেরি। 

এবডেনকে হারাতে বেশ কঠিন সময়ই পার করেছেন ফেরি। ৬-৩ গেমে প্রথম সেট জয়ের পর ৬-৭ (৩-৭) গেমে হেরে বসেন তিনি। তবে শেষ সেটে ৭-৫ গেম ব্যবধানে জিতেই বাছাই পর্বের ফাইনালে পা রাখলেন ১০৩৮তম র‍্যাঙ্কিংয়ের এই খেলোয়াড়। অন্যদিকে আরও দুই কিশোর ছিলো প্রতিযোগিতায়। তবে ফ্রান্সের আর্থার রিন্ডার্কনেকের কাছে ৬-৩ এবং ৬-২ সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন ১৮ বছর বয়সী জ্যাক পিনিংটন জোনস। আরেক কিশোর ফেলিক্স গিল যথাক্রমে ৬-৭ (১০-৮) এবং ২-৬ সরাসরি সেট ব্যবধানে হেরেছেন ৩২তম সেরা খেলোয়াড় এবং অস্ট্রেলিয়ান তারকা মার্ক পলম্যান্সের কাছে। 

ফেরির ফলাফলের অপেক্ষার পরেই উইম্বলডনে কে কার বিপক্ষে খেলবে সেটি চূড়ান্ত হবে। অবশ্য এবারের উইম্বলডনে নাওমি ওসাকা এবং সিমোনা হালেপের মতো তারকারা থাকছেন না। তবে কিশোর প্রতিযোগীদের মূল মঞ্চে দেখা আরও রোমাঞ্চকর উইম্বলডন উপহার দিবে।

Link copied!