• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

কে হচ্ছেন আগস্টের সেরা?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৫:৫৯ পিএম
কে হচ্ছেন আগস্টের সেরা?

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগস্ট মাসের সেরা খেলোয়াড় হওয়ার নির্বাচনের তালিকা প্রকাশ করেছেন। এ তালিকায় স্থান পেয়েছেন ভারত, ইংল্যান্ড ও পাকিস্তানের ক্রিকেটার। জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। 

ভারত ও ইংল্যান্ডের হয়ে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে স্থান পেয়েছেন জাসপ্রিত বুমরাহ ও জো রুট। ভারতের বিপক্ষে প্রথম তিন টেস্টেই সেঞ্চুরি করেছেন রুট। আর দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখেছেন বুমরাহ। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নায়কোচিত পারফরম্যান্স করে সেরা হওয়ার লড়াইয়ে আছেন পাকিস্তানের শাহীন আফ্রিদি। 

এছাড়া পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটারও সেরা হওয়ার তালিকা প্রকাশ করেছে আইসিসি। এখানে জায়গা হয়েছে আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও এইমার রিচার্ডসন আর থাইল্যান্ডের নাট্টায়া বুচাথাম।

আগস্টে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ চললেও এই সিরিজ থেকে সেরার মনোনয়ন পাননি কেউ। 

আইসিসি ভোটিং অ্যাকাডেমি


আফগানিস্তান- হামিদ কাইয়ুমি ও জাভেদ হামিম, অস্ট্রেলিয়া- মেলিন্দা ফারেল ও লিসা স্থালেকার, বাংলাদেশ- তারেক মাহমুদ ও মোহাম্মদ ইসাম, ইংল্যান্ড- এলিজাবেথ এমন ও ক্লেয়ার টেইলর, আয়ারল্যান্ড- ইয়ান চালেন্ডার ও ইসোবেল জয়েস, ভারত- রিচা রয় ও ইরফান পাঠান, নিউজিল্যান্ড- মার্ক গিন্টি ও জন রাইট, পাকিস্তান- ফাইজান লাখানি ও রমিজ রাজা, দক্ষিণ আফ্রিকা- ফিরদোস মুন্ডা ও মাখায়া এনটিনি, শ্রীলঙ্কা- নেভিল ভিক্টর অ্যান্থনি ও রাসেল আরনল্ড, ওয়েস্ট ইন্ডিজ- ডেসমন্ড হেইন্স ও মেরিসা অ্যাগুইলেইরা, জিম্বাবুয়ে- ট্রিস্টান হোম ও পুমেলেলো এম্বাঙ্গুয়া, অন্যান্য- পল রেডলি ও ডার্ক ন্যানেস।

খেলা বিভাগের আরো খবর

Link copied!