• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

কমনওয়েলথে শিশু কন্যাকে সঙ্গে পাচ্ছেন না বিসমাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২২, ০৮:০৮ পিএম
কমনওয়েলথে শিশু কন্যাকে সঙ্গে পাচ্ছেন না বিসমাহ
সাম্প্রতিক ছবি

সম্প্রতি নারী ওয়ানডে বিশ্বকাপে ছয় মাসের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে খেলে আলোচনায় আসেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। গত গত কয়েক মাসে বিশ্ব নারী ক্রিকেটে এমন ঘটনা কয়েকবার দেখা গেছে। কিন্তু ইংল্যান্ডে অনুষ্ঠিত আসন্ন কমনওয়েলথ গেমসে শিশু কন্যাকে সঙ্গে পাচ্ছেন না বিসমাহ।  

বার্মিংহামে হতে যাওয়া কমনওয়েলথ গেমসে মেয়েকে পাশে রাখার জন্য গেমস ভিলেজের দুইটি বাড়তি অ্যাক্রিডিটেশন (অনুমতিপত্র) চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু পিসিবিকে অতিরিক্ত অ্যাক্রিডিটেশন কার্ড না দেবার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, পাকিস্তান দলের ২২ জনের বহর থেকে যেকোনো দুজনকে বাদ দিতে বলেছিল আয়োজক কমিটি। কিন্তু পিসিবির পক্ষে সেটি করা সম্ভব ছিল না। তাই মা ও কন্যার জন্য অ্যাক্রিডিটেশন পাননি বিসমাহ।

এজন্য কমনওয়েলথ গেমস থেকে নিজেকে সরিয়ে নেবার চিন্তা করছিলেন বিসমাহ। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত মেয়েকে নিয়েই ইংল্যান্ডে যাবেন পাকিস্তানি অধিনায়ক। তবে ফাতিমা থাকবে গেমস ভিলেজের বাইরের হোটেলে, তার নানির সঙ্গে।

Link copied!