• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৭:১৮ পিএম
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের 

নিউজিল্যান্ডের দেওয়া ৯৪ রানের টার্গেটে নেমে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে এসে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৩* রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিউই স্পিনার এজাজ প্যাটেল নিয়েছেন দুই উইকেট। পাঁচ ম্যাচ সিরিজের ম্যাচে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করল টাইগাররা। 

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। উয়িং ইয়াংয়ের ৪৬ রানে ভর করে ৯৩ রানে অলআউট হয় সফরকারীরা। টাইগার বোলার মোস্তাফিজ ও নাসুম নেন চারটি করে উইকেট। 

বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে উদ্বোধন করতে নামেন মোহাম্মদ নাঈম শেখ ও লিটন কুমার দাস। কিউইদের হয়ে বল করতে আসেন অভিষিক্ত হামিশ বেনেট। প্রথম ওভারে দুই রান দিয়ে ওভার শেষ করেন হামিশ। দ্বিতীয় ওভারেও দুই রান দেন এজাজ প্যাটেল। 

ইনিংসের তৃতীয় ও ব্যক্তিগত প্রথম ওভারে বল করতে এসেই উইকেটের দেখা পান কোল ম্যাককনকি। কোলের প্রথম বলেই মিডউইকেট দিয়ে চার মারেন লিটন। পরের বলেও চালিয়ে খেলতে গিয়ে অ্যালেনে হাতে ক্যাচ দিয়ে ১১ বলে ৬ রান করে আউট হন তিনি। 

এরপর সাকিব এসেই আক্রমনাত্নক শুরু করেন। কিন্তু প্যাটেলের বলে আউট হন মাত্র ৮ রান করেই। প্যাটেলের বলে ক্রিজ থেকে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন কিন্তু বলের লাইন মিস করে স্টাপড হন সাকিব। 

সাকিবের পরে একই ওভারে সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে ফেরান প্যাটেল। সুইপ করতে গিয়ে ব্যাটে বল লাগাতেই পারেননি তিনি। ফলে বোল্ড হয়ে কোনো রান না করেই ফিরেন তিনি। 

অধিনায়ক মাহমুদউল্লাহ ও ওপেনার নাঈমের জুটিতে এগুতে থাকে বাংলাদেশ। ৫০ বলে ৩৪ রানের জুটি ভাঙে নাঈমের রানআউটের মাধ্যমে। টিকনারের বল ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে দিয়েই রান নিতে যান নাঈম। কিন্তু বদলি নামা ব্রাসওয়েলের দুর্দান্ত থ্রোয়ে সহজেই উইকেট ভাঙেন নাথাম। ফলে একটি চার ও ছয়ে ৩৫ বলে ২৯ রান করেই ফিরতে হয় নাঈমকে।  

মাহমুদউল্লাহ ও আফিফের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে অধিনায়ক। ২টি ছয় ও একটি চারে ৪৮ বলে অপরাজিত থাকেন ৪৩* রানে। ১০ বলে ৬ রান করেন আফিফ হোসাইন। 

এজাজ প্যাটেল নিয়েছেন দুই উইকেট। ম্যাককনকির শিকার এক উইকেট।

খেলা বিভাগের আরো খবর

Link copied!