• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ইনজুরিতে স্বপ্নভঙ্গ সেরেনার, বাঁচলেন ফেদেরার 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:৪৪ পিএম
ইনজুরিতে স্বপ্নভঙ্গ সেরেনার, বাঁচলেন ফেদেরার 

২৪তম রেকর্ড গ্র্যান্ডস্ল্যামের হাতছানি ছিলো সেরেনা উইলিয়ামসের সামনে। কিন্তু সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন এই ৩৯ বছর বয়সী মার্কিন তারকাকে ইনজুরির কান্নায় মাঠ ছাড়তে হলো। অন্যদিকে ফরাসি প্রতিযোগী আদ্রিয়ান মানারিনোর ইনজুরিতে হাঁফ ছেড়ে প্রথম রাউন্ড শেষেই হারের আশঙ্কা এড়িয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। 

প্রথম সেট ৬-৪ গেম ব্যবধানে জিতে নিয়েছিলেন আট বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার। পরের দুই সেটে ৭-৬ এবং ৬-৩ গেম ব্যবধানে জিতে ঘুরে দাঁড়িয়েছিলেন মানারিনো। তবে কিছুক্ষণের মধ্যেই পড়ে আঘাত পাওয়ায় চতুর্থ সেটে ৬-২ পয়েন্টে মাঠ ছাড়তে বাধ্য হন। অন্য ম্যাচে সেরেনা উইলিয়ামস ইনজুরির কারণে প্রথম সেটেই ৩-২ গেমে থাকার অবস্থায় ইনজুরিতে পড়েন। পরে ৩-৩ গেমে থাকা অবস্থায় টুর্নামেন্ট থেকে ইনজুরির কারণে ছিটকে পড়তে বাধ্য হন। 

সেরেনা বাদ পড়লেও ২০১৮ সালের পর উইম্বলডোনে নিজেকে ফিরে পেয়েছেন বোন ভেনাস উইলিয়ামস। রোমানিয়ার মিহায়েলা বুজারনেস্কুকে ৭-৫, ৪-৬ এবং ৬-৩ সেট ব্যবধানে হারিয়েছেন পাঁচবারের উইম্বলডন বিজয়ী। সব মিলিয়ে এবারের উইম্বলডনে তরুণদের জয়গান থাকতে পারে বলে ধারণা ভক্তদের।

Link copied!