• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ইংল্যান্ড শিবিরে করোনার হানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:১৬ পিএম
ইংল্যান্ড শিবিরে করোনার হানা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে। ইংলিশ স্কোয়াডের ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৩ জন ক্রিকেটার ও ৪ জন টিম ম্যানেজম্যান্টের সদস্য।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে পিসিআর টেস্টে এ ফল নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের বাকি সদস্যরা সতর্কতা হিসেবে নিজেদের আলাদা করে নিয়েছে ও যাদের মধ্যে যোগাযোগ রয়েছে তাদের বিচ্ছিন্ন করা হয়েছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, করোনার থাবা সত্ত্বেও ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে খেলবে। এদিকে বেন স্টোকসকে দলের অধিনায়ক করে দল ঘোষণা করা হবে।

সেক্ষেত্রে ইয়ন মরগান, মঈন আলী, ক্রিস ওকস, জো রুটদের ছাড়াই পাকিস্তানের বিপক্ষে লড়তে হবে ইংলিশদের। 

স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে শুরু হবে । ১০ ও ১৩ জুলাই সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর ভেন্যু যথাক্রমে কার্ডিফও লর্ডস ও এজবাস্টন।

Link copied!