• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেক্সটার আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৩:০৫ পিএম
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেক্সটার আর নেই

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টেড ডেক্সটার ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। দেশের হয়ে ৬২ টি টেস্ট খেলে ৩০ টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। তিনি একজন শক্তিশালী মিডল অর্ডার ব্যাটসম্যান ও মিডিয়াম পেস বোলার ছিলেন। 

১৯৫৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে ২১ হাজারেরও বেশী রান করেন তিনি। এছাড়া মিডিয়াম পেসে ৪১৯ উইকেট শিকার করেন তিনি। ১৯৬৫ সালে গাড়িকে ধাক্কা দেওয়ার সময় একটি পা ভেঙে গিয়েছিল তার। যদিও তিনি ১৯৬৮ সালে অ্যাশেজে  প্রত্যাবর্তন করেছিলেন তিনি। এরপরে ১৯৭১ ও ৭২ সালে সানডে লিগে খেলেছেন তিনি। 

টেস্ট ক্রিকেটে দেশের হয়ে ৪৫০২ রান ও ৬৬ উইকেট নিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে ৯ টি সেঞ্চুরি করেছিলেন তিনি যার গড় রান ছিল ৫৩.৯৩। 

১৯৫৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই ফিফটি করেছিলেন তিনি।  

গত বছর ডেইলি টেলিগ্রাফকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বর্তমান যুগে তিনি কেমন খেলতেন?

এর উত্তরে ডেক্সটার বলেন, আমি মনে করি আইপিএল খেলার জন্য আমি ভারতে চলে যেতাম আর লক্ষ লক্ষ টাকা উপার্জন করতাম। আমি খুশি যে আমি তা করিনি। কারণ, একজন খেলোয়াড় হিসেবে যদি ব্যাংকে আমার অনেক টাকা থাকতো, তাহলে আমার বাকি জীবন এত আনন্দদায়ক হতো না।"

Link copied!