• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

ইংলিশদের ১৩১ রানে বাঁধতে পারবে প্রোটিয়ারা?


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ১০:০১ পিএম
ইংলিশদের ১৩১ রানে বাঁধতে পারবে প্রোটিয়ারা?

সেমি ফাইনালে যেতে কঠিন সমীকরণের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংলিশদের বিপক্ষে শুধু জিতলেই হবে না, ব্যবধান হতে হবে ৫৮ রানের। টস হেরে প্রথমে ব্যাট করে র‌সি ভ্যান ডার দুসেন ও অ্যাডেইন মার্করামের বিস্ফোরক ব্যাটিংয়ে ২ উইকেটে ১৮৯ রান করে প্রোটিয়ারা। এখন তাদের লক্ষ্য ইংলিশদের ১৩১ রানে বাঁধা। তাহলেই কেবল অস্ট্রেলিয়াকে হটিয়ে শেষ চারে যেতে পারবে দক্ষিণ আফ্রিকা।

শারজায় টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে প্রোটিয়ারা। দলীয় মাত্র ১৫ রানেই প্রথম উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা। রেজা হেনড্রিকস আউট হন মাত্র ২ রান করে। আরেক ওপেনার কুইন্টন ডি কক ও রসি ভ্যান ডার দুসেন দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দলীয় ৮৬ রানে ডি কককে ফেরান আদিল রশিদ। তার আগে ২৭ বলে ৩৪ রান করেন ডি কক। এরপর মার্করামকে নিয়ে মাত্র ৫২ বলে অবিচ্ছিন্ন ১০৩* রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন দুসেন। ৬টি ছক্কা ও ৫টি চারে সাজিয়ে ৬০ বলে ৯৪* করে অপরাজিত ছিলেন দুসেন। অন্যপ্রান্তে মার্করাম ২৫ বলে অপরাজিত ৫২* রান করেন। মেরেছেন ৪টি ছক্কা ও ২টি চারের মার। মার্করামের ২৪ বলে করা হাফ সেঞ্চুরিটি বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

ইংল্যান্ড হয়ে মঈন আলী ও আদিল রশিদ একটি করে উইকেট নেন।

Link copied!