• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

ইংলিশদের ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৭:৫৪ পিএম
ইংলিশদের ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা 

বিশ্বকাপের ২৯তম ম্যাচে শারজাহ ক্রিকেট একাডেমির মাঠে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে ইংলিশদের ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে লঙ্কান অধিনায়ক ধাসুন শানাকা। 

তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে ইয়ন মরগানের ইংল্যান্ড। অপরদিকে তিন ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে লঙ্কানরা। আজ জিতলে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। আর সেমির আশা টিকিয়ে রাখতে আজ জিততেই হবে লঙ্কানদের। 

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, য়ানিন্দু হাসরাঙ্গা, দুশমন্থা চামিরা, মাহিশ থিকশানা ও লাহিরু কুমারা। 

Link copied!