আর্জেন্টিনাকে হারিয়ে শেষ আটে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০২:৩৯ পিএম
আর্জেন্টিনাকে হারিয়ে শেষ আটে ভারত

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। হকিতে আজ (বৃহস্পতিবার) গ্রুপের চতুর্থ ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে তারা।

ম্যাচের প্রথম ৪০ মিনিট গোল শূন্য থাকলেও ৪৩ মিনিটের গোলে এগিয়ে যায় ভারত। ভারতের হয়ে গোল করেন বরুণ কুমার। অবশ্য সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি আর্জেন্টিনা। ৪৮ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন মাইকো কাসেলা।  

খেলার বাকি অংশে আর্জেন্টিনা আর গোল না করতে পারলেও ভারত করেছে আরও দুইটা। খেলার ৫৮ মিনিটে ভারতের হয়ে গোল করেন বিবেক প্রসাদ। আর এর পরের মিনিটেই গোল করেন হারমানপ্রিত সিং। 

চার ম্যাচের মধ্য তিনটিতেই জিতেছে ভারত। গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয়। চার ম্যাচের চারটিই জিতে গ্রুপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও গ্রুপ সেরা হওয়ায় নির্ভর করছে অস্ট্রেলিয়া-স্পেন ও ভারত-জাপানের ম্যাচের ওপর। 

এদিকে 'বি' গ্রুপে বেলজিয়ামকে ৯-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কানাডা। 

Link copied!