• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

আর্চারি বিশ্বকাপে আবারও বাংলাদেশের হতাশা! 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৩২ পিএম
আর্চারি বিশ্বকাপে আবারও বাংলাদেশের হতাশা! 

গতকাল শুক্রবার প্যারিসে দলগত রিকার্ভের পুরুষ এবং মহিলা বিভাগের শেষ ১৬ রাউন্ড অনুষ্ঠিত হয়। আর্চারি বিশ্বকাপের স্টেজ-৩ টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠতে না পারায় খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

পুরুষ দলগত রিকার্ভে যুক্তরাষ্ট্রের কাছে ৫-১ সেট পয়েন্টে হেরেছেন রোমান সানা, কৃষ্ণ কুমার সাহা ও মোহাম্মদ হাকিম রুবেল। সেরা আটে উঠতে পারেননি দিয়া সিদ্দিকীরাও। স্লোভেনিয়াকে হারিয়ে দলগত মহিলা রিকার্ভের সেরা ১৬ রাউন্ডে উঠে এলেও মেক্সিকোর কাছে ৬-২ ব্যবধানে হারেন মেহেনাজ আক্তার মুনিরা এবং বিউটি রায়দের দল। রিকার্ভ মিশ্রতেও অবশ্য হেরেছে বাংলাদেশ। তবে রোমান-দিয়া জুটি এখানে চেক রিপাবলিকের বিপক্ষে ৫-১ সেট পয়েন্টে ছিটকে গেছেন শেষ ১৬ রাউন্ডে ওঠার আগেই।

আগামী মাসে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিকে আগেই প্রতিযোগী তালিকায় স্থান করে নিয়েছিলেন রোমান সানা। ওয়াইল্ড কার্ডে নিমন্ত্রিত হয়ে যাচ্ছেন দিয়া সিদ্দিকীও। সুইজারল্যান্ডের রিকার্ভ স্টেজ-২ ফলাফলের পর এবার প্যারিসের হতাশা তাই ভাবাবে বাংলাদেশকে।

Link copied!