টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে দারুণ এক রেকর্ড ডাকছে সাকিব আল হাসানকে। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সাকিবের ঝুলিতে রয়েছে ৩৯৮ উইকেট। মানে আর মাত্র ২ উইকেট পেলে তিনি স্পর্শ করবেন ৪০০ উইকেটের ম্যাজিক সংখ্যা।
আজ ইংল্যান্ডের বিপক্ষে দুই উইকেট নিতে পারলে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ‘৪০০’ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন সাকিব।
আন্তর্জাতিকে টি-টোয়েন্টি সাকিবের উইকেট ১১৭। এই তালিকায় তিনিই শীর্ষে। তার পরে রয়েছেন লাসিথ মালিঙ্গা (১০৭), টিম সাউদি (৯৯), শাহিদ আফ্রিদি (৯৮), রশিদ খান (৯৫)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডের মালিকানা আগের ম্যাচেই হয়ে গিয়েছে সাকিবের। তিনি ছুঁয়েছিলেন পাকিস্তানের শাহিদ আফ্রিদির ৩৯ উইকেটের রেকর্ড। রোববার আফ্রিদিকে টপকে ৪১ উইকেট হয়ে গিয়েছে তাঁর।
সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট অবশ্য ডোয়েন ব্র্যাভোর (৫৫১)। এরপর আছেন যথাক্রমে সুনীল নারাইন (৪২৫) এবং ইমরান তাহির (৪২০)।