• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আম্পায়ার ইস্যুতে এবার মাহমুদউল্লাহর জরিমানা! 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৩৬ পিএম
আম্পায়ার ইস্যুতে এবার মাহমুদউল্লাহর জরিমানা! 

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু বিতর্ক নজরে এসেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম আবাহনী লিমিটেডের ম্যাচে সাকিব আল হাসান আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। বিক্ষুব্ধ আচরণে জরিমানা গোনায় সাকিবের পর এই তালিকায় যুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদও। 

গত বুধবার রিয়াদের গাজী গ্রুপ ক্রিকেটার্স মুখোমুখি হয়েছিলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১২৫ রান সংগ্রহ করেছিলো গাজী গ্রুপ। তবে বোলিং তোপে বিপাকে পড়েছিলো জয়ী দল প্রাইম ব্যাংক। সেই ম্যাচ ভিন্ন হতে পারতো, যদি ১৬তম ওভারে অলক কাপালি মাঠে নামার পরেই নাসুম আহমেদের বলে আম্পায়ার কট বিহাইন্ডের সিদ্ধান্ত দিয়ে দিতেন। কিন্তু আম্পায়ারের কাছে সেটি মনে হয়নি, অন্যদিকে দীর্ঘক্ষণ ধরে আবেদন করেছেন গাজী গ্রুপের ফিল্ডাররা।

সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে অধিনায়ক মাহমুদউল্লাহর আচরণ। মিড অন থেকে ছুটে এসে পিচের পাশে মাটিতে বসে পড়েন রিয়াদ, আবেদন বিফলে গেলে ঘাসে দুই হাত আছড়ে এবং মাটিতে গড়াগড়ি খেয়ে শিশুসুলভ আচরণে সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। ম্যাচ রেফারির রিপোর্ট অনুসারে আচরণবিধির ২.৮ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় রিয়াদের বিরুদ্ধে। সাথে শাস্তি হিসেবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ এবং শাস্তি দুটোই মেনে নেন রিয়াদ, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

সাকিব আল হাসান আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেয়ার পর আম্পায়ারিং নিয়ে বেশ নড়েচড়ে বসেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তদন্ত শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আম্পায়ারিং নিয়ে কোনো দলের অভিযোগ নেই এবং সবাই খুশি। তবে এরপর মাহমুদউল্লাহর এমন আচরণ আবারও প্রশ্নবিদ্ধ করেছে সেই তদন্তের ফলাফলকে। 

Link copied!