• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

আবারও শীর্ষ স্থান হারালেন সাকিব 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৩:২০ পিএম
আবারও শীর্ষ স্থান হারালেন সাকিব 

গত সপ্তাহেই নিজের হারানো শীর্ষ স্থান ফিরে পেয়েছিলেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এক সপ্তাহের ব্যবধানে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান হারালেন সাকিব। সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সাকিবকে সরিয়ে আবারও শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।

গত সপ্তাহে ২৮২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ছিলেন সাকিব। বিশ্বকাপে বল হাতে ভালো করলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব। অন্যদিকে ব্যাটে-বলে দুর্দান্ত খেলছেন আফগান ক্যাপ্টেন মোহাম্মদ নবী। 

বুধবার (৩ নভেম্বর) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যায় সাকিবের পয়েন্ট কমে হয়েছে ২৭১। তবে নবীর পয়েন্টও ২৭১, কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে আফগান অধিনায়ক। 

সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের। আগের ষষ্ঠ অবস্থান থেকে নবম অবস্থানে চলে গেছে বাংলাদেশ।

Link copied!