সোমবার (২৫ অক্টোবর) স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তান। শারজায় স্কটিশদের ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান করে আফগানিস্তান। জবাবে ১০.২ ওভারে ৬০ রান করেই গুটিয়ে যায় স্কটল্যান্ড।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরু থকেই ঝড় তোলেন আফগান ব্যাটাররা। হজরতুল্লা জাজাই ৩০ বলে ৪৪ ও মোহম্মদ শেহজাদ করেন ১৫ বলে ২২। সবচেয়ে বিধংসী ছিলেন নাজিবুল্লাহ জাদরান। চারে নেমে ৩ ছক্কা ও ৫ চারে সাজিয়ে ৩৪ বলে ৬৯ রান করেন তিনি। এছাড়া তিনে নামা রহমানুল্লাহ গুরবাজ করেন ৪৬ রান। আর অধিনায়ক মোহাম্মদ নবী ৪ বলে অপরাজিত ১১* করেন।
অন্যদিকে ব্যাট করতে নামা স্কটিশদের একাই গুঁড়িয়ে দেন মুজিব উর রহমান। পরে তার সঙ্গে যোগ দেন রশিদ খান। এই দুই স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা স্কটিশ ব্যাটাররা হয় বোল্ড, নয় এলবিডাব্লুর ফাঁদে পড়েছেন। শুধু ম্যাথু ক্রস নাভীন উল হকের বলে উইকেটকিপারের গ্লাভসে বল জমা দিয়ে মাঠ ছাড়েন। স্কটল্যান্ডর ৫ জন্য খেলোয়াড়ই শূন্য রানে মাঠ ছাড়েন।
এদিন ক্যারিয়ার সেরা বল করেছেন মুজিব। ২০ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে রশিদ খান ৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।
আফগানিস্তানের এমন দাপুটে জয়ে স্বভাবতই উল্লসিত আফগানরা। তাদের এই উল্লাসে যোগ দিয়েছে খোদ তালেবান সরকার। আফগানদের এই জয়কে অভিনন্দন জানিয়েছে তালেবান।
তালেবান সরকারের মুখপাত্র সুহেইল শাহীন টুইটারে লিখেছেন, “স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য আফগানিস্তান দল ও সমস্ত আফগানবাসীকে অভিনন্দন। শাবাশ ছেলেরা! পরের ম্যাচগুলোর জয়েও আল্লাহ সহায় হবেন।”