ইউরোপীয় ক্লাব ফুটবলের দুই লেগের খেলায় অ্যাওয়ে গোল সব সময়েই বিশেষ কিছু। এমনকি ঘরের বাইরে ড্র করে ফিরলেও দলগুলো স্বস্তিতে থাকে। নিজেদের ঘরে পরে ড্র করলেও ফলাফল নিজেদের দিকে নিয়ে আসা যায়। এই নিয়ম সব ধরনের প্রতিযোগিতা থেকে বাতিল করেছে উয়েফা।
মহামারিকালীন সময়ে ক্লাব পর্যায়ের বেশ কিছু ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশূন্য অবস্থায় আয়োজন করতে বাধ্য হয় উয়েফা। ফলে সমালোচনার মুখে পড়ে হোম এবং অ্যাওয়ে গোলের হিসাব। উয়েফার ক্লাব প্রতিযোগিতা কমিটি গত মাসেই অ্যাওয়ে গোলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। একই সঙ্গে ১৯৬৫-৬৬ মৌসুমে চালু হওয়া এই নিয়ম বাতিলের সুপারিশ করা হয়। সংস্থাটির নির্বাহী কমিটি শেষ পর্যন্ত অনুমোদন দিয়েছে তাদের প্রস্তাবনাকে।
এখন তাই শুধু গোলের হিসাবই থাকবে। দুই লেগ মিলিয়ে মূল সময় শেষে চূড়ান্ত ফলাফল ড্র থাকলে অতিরিক্ত মিনিটে গড়াবে ম্যাচ। ১৫ মিনিট করে বিরতিসহ আরও আধা ঘণ্টা খেলা হওয়ার পরেও ফলাফল ড্র থাকলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে ম্যাচের।
এমন সিদ্ধান্ত ফুটবল ক্লাবগুলোর ওপর ঘরে-বাইরের হিসাব আরও সোজা করে দিয়েছে।