• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে কোন পক্ষ নেবেন হেইডেন?


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ১১:১৬ এএম
অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে কোন পক্ষ নেবেন হেইডেন?

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালের ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের মাঠে। পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার ম্যাথু হেইডেন। অন্যদিকে ম্যাথু হেইডেনের নিজের দেশের বিপক্ষেই মাঠে নামবে পাকিস্তান। কোন পক্ষ নেবেন হেইডেন?

হেইডেন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন বহু বছর। জয়ের আনন্দে ভাসিয়েছেন সতীর্থ, দেশের মানুষকে। তার পেশা তাকে নিজের দেশের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। নিজের দেশকে আটকানোর কৌশলই রপ্ত করাচ্ছেন বাবর আজমদের।

শুধু কি এটাই? তিনি তার সতীর্থ জাস্টিন ল্যাঙ্গারের মুখোমুখিও হতে যাচ্ছেন। ল্যাঙ্গার এখন অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ। তবে ক্রিকেটে আবেগকে পাশ কাটিয়ে বাস্তবতা মেনে নিয়েই পাকিস্তানের প্রতিপক্ষকে বধ করার কৌশল আয়ত্ত করাচ্ছেন এই সাবেক ওপেনার।

হেইডেন বলেন, “অনুভূতি অদ্ভুত। আমি দুই দশক ধরে অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে জুড়ে ছিলাম। তবে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। দলে তরুণ প্রতিশ্রুতিশীল কিছু খেলোয়াড় আছেন। তাদের পারফরমেন্স প্রশংসা পাওয়ার মতো।”

Link copied!