• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

অস্ট্রেলিয়া-পাকিস্তান পরিসংখ্যানে কে এগিয়ে? 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৬:৪২ পিএম
অস্ট্রেলিয়া-পাকিস্তান পরিসংখ্যানে কে এগিয়ে? 

একটু পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য লড়বে দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপের শিরোপা পাঁচ বার ঘরে তুললেও এখন অব্দি টি-টোয়েন্টির শিরোপার স্বাদ পায়নি অজিরা। অপরদিকে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে পাকিস্তান। আজ রাতের মহারণের ওপরই নির্ভর করছে কে খেলবে ফাইনালে। 

এর আগে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দেখা হয়েছিল এই দুই দলের। ১৯৯৯ সালের সে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ভিন্ন মঞ্চে কি সেই প্রতিশোধ নিতে পারবে পাকিস্তান?

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ বার দেখা হয়েছে এই দুই দলের। আর দুই দলই রয়েছে ৩-৩ সমতায়। 

এদিকে টি-টোয়েন্টিতে দুই দলের মোট দেখা হয়েছে ২২ বার। এর মধ্যে ১৩টিতে জিতেছে পাকিস্তান আর ৯টিতে অস্ট্রেলিয়া। 

বিশ্বকাপের বর্তমান ভেন্যু দুবাইতে দুই দলের দেখা হয়েছে ৭ বার। এর মধ্যে মাত্র দুইটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দুই দলের সর্বশেষ ৫ দেখায় তিনটিতেই জিতেছে পাকিস্তান আর অজিদের জয় দুইটিতে। 

Link copied!