পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চার বছর পর বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বহুল কাঙ্ক্ষিত এ সিরিজ শুরু হবে আগামী ৩ অক্টোবর থেকে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সব শর্ত মেনেই হচ্ছে এবারের সিরিজ। এমনিতেই দর্শকশূন্য গ্যালারিতে মাঠে গড়াবে সিরিজের সবগুলো ম্যাচ।
করোনার কারণে অজিদের এ সফর নিয়ে আশঙ্কা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাওয়া ছিল যেন যে করেই সিরিজটা হয়। তাই অজিদের দেওয়া সব শর্ত সহজেই মেনে নিয়েছে বিসিবি। অজিদের শর্ত মানার কারণেই এ সিরিজে খেলতে পারবেন না মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও ওপেনার লিটন কুমার দাস।
করোনা বিষয়ক সব শর্ত মেনে নেওয়া এ সিরিজে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে বিসিবি। বিসিবি জানিয়েছে, অস্ট্রেলিয়া দলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অজিদের করোনাভাইরাস টেস্টের ফলাফলও গণমাধ্যমের কাছে প্রকাশ করা হবে না।
ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, 'বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের কোভিড টেস্টের রিপোর্ট বাইরে যাবে না। এটি বিসিবি আর অস্ট্রেলিয়া দল জানবে শুধু। কোনো পজিটিভের খবর এলে তো কোনো ম্যাচ বা সিরিজ স্থগিত হয়ে যাবে বা পিছিয়ে যাবে। তখন আপনারা জানতে পারবেন। অফিসিয়ালি এবার টেস্টের ফল জানতে পারবেন না।'
অস্ট্রেলিয়া দল বাংলাদেশে ১০ দিন অবস্থান করবে। এ মধ্য ৫ বার করোনাভাইরাস পরীক্ষা করা হবে দুই দলের। সব মিলিয়ে এই সিরিজে কোভিড টেস্ট হবে ৯ বার যার সবগুলো ফলাফলই গোপন থাকবে।
১০ দিনের মধ্য ৫ টি ম্যাচ খেলবে দুই দল। ম্যাচগুলো হবে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে।
গতকাল (২৯ জুলাই) জিম্বাবুয়ে থেকে তিন তিনটি সিরিজ জয় করে দেশে ফিরেছে টাইগাররা। অন্যদিকে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে বাংলাদেশে এসেছে।