• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

অলিম্পিকে মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৩:০৫ পিএম
অলিম্পিকে মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে বাংলাদেশ

টোকিও অলিম্পিকের আর্চারিতে রিকার্ভের মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সারাবিশ্বের ২৯টি দেশের তীরন্দাজেরা লড়ছে এই ইভেন্টে। এই ইভেন্টের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায় ১৬টি দেশ। সর্বশেষ দল হিসেবে এবার চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

মিশ্র ইভেন্টের জন্য এবার আলাদাভাবে কোনো প্রতিযোগীকে বাছাইপর্ব খেলতে হয়নি। রিকার্ভ এককে অংশ নেয়া প্রতিটি দেশের নারী ও পুরুষ মোট স্কোর দিয়ে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ করে নিয়েছে। 

বাংলাদেশের রোমান সানা বাছাইপর্বে ছেলেদের এককে খেলায় পেয়েছেন ৬৬২ পয়েন্ট। ৬৪ জনের মধ্যে রোমানের অবস্থান ১৭তম। আর ৬৩৫ পয়েন্ট নিয়ে ৩৬তম হয়েছেন দিয়া সিদ্দিকী। বাংলাদেশের মিশ্র ইভেন্টের মোট স্কোর ১২৯৭।

প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার কিম জে দিওক ও আন সান। বাছাইপর্বে প্রথম হওয়া দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ১৩৬৮।  

দ্বিতীয় রাউন্ডে ওঠতে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেও সুইজারল্যান্ডে রোমান-দিয়া যে পারফরম্যান্স করেছিলো তাতে বাংলাদেশ পরের রাউন্ডের স্বপ্ন দেখতেই পারে।  

Link copied!