• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

অলিম্পিকের ব্রিটিশ দলে অ্যান্ডি মারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৩৩ পিএম
অলিম্পিকের ব্রিটিশ দলে অ্যান্ডি মারে

২০১২ এবং ২০১৬ সালের অলিম্পিক টেনিস এককে স্বর্ণ জিতেছিলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। পরপর দুবার টেনিসে স্বর্ণজয়ের একমাত্র রেকর্ডধারী ৩৪ বছর বয়সী এই তারকা এবারও আসন্ন টোকিও অলিম্পিক ২০২০ টেনিস দলে জায়গা করে নিয়েছেন । 

গ্রেট ব্রিটেন টেনিস দলের হয়ে টোকিও অলিম্পিকে একক এবং দ্বৈত দুই ধরণের প্রতিযোগিতায় অংশ নিবেন অ্যান্ডি মারে। দ্বৈতে তার সঙ্গী জো স্যালিসবারি। এককে মারে ছাড়াও ব্রিটেনের প্রতিনিধিত্ব করবেন ড্যান ইভানস। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন এই তারকা বলেন, “অলিম্পিল আমার কাছে অনেক বড় বিষয়। চার বার অংশ নিতে পারা সম্মানের। পাঁচ বছর আগে রিও অলিম্পিকে গ্রেট ব্রিটেন দলকে নেতৃত্ব দেয়ার ঘটনা আমার ক্যারিয়ারের সেরা সময় ছিলো।” 

বর্তমানে সাবেক বিশ্বসেরা টেনিস তারকা অ্যান্ডি মারের র‍্যাঙ্কিং ১১৯তম। অন্যদিকে তার সঙ্গী ৩১ বছর বয়সী ইভানস নিজের সেরা ২৬তম র‍্যাঙ্কিং অর্জন করেই টোকিওতে নামছেন। নারী এককে জোয়ানা কন্টা এবং হেদার ওয়াটসন থাকবেন। নারীদের দ্বৈতে থাকবে এই দুজনের জুটি। পুরুষ ডাবলসে মারে এবং জোয়ের পাশাপাশি ইভানসের সঙ্গী নীল স্কুপস্কি। এখনও মিক্সড ডাবলের দল ঘোষণা করা হয়নি।

Link copied!