• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছবিতে ট্যাগ করতে আইডি দেখাবে না ফেসবুক!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৯:৪৬ পিএম
ছবিতে ট্যাগ করতে আইডি দেখাবে না ফেসবুক!

বন্ধু কিংবা পরিচিতদের ছবিতে তার ফেসবুক আইডি ট্যাগ করার ফিচারটি হয়তো আপনিও ব্যবহার করেছেন। তবে জনপ্রিয় এই ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। 

ব্যবহারকারীরা চাইলে ছবিতে ফেসবুক বন্ধুদের ট্যাগ করতে পারবেন। তবে আগের মতো ফেসবুক নিজে থেকে ট্যাগ করা বা ট্যাগ করার পরামর্শ দেওয়া থেকে বিরত থাকবে।

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অ্যালগরিদমের মাধ্যমে ফেস রিকগনিশন ফিচারের দিয়ে চেহারা চিহ্নিত করার ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’। তাই এতদিন ছবি থেকে ব্যবহারকারীদের শনাক্ত করার জন্য প্রাপ্ত তথ্যও মুছে ফেলার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

মূলত ব্যবহারকারীদের আপত্তি আর নীতিনির্ধারকদের চাপের মুখেই এই ফিচার বাতিলের সিদ্ধান্ত নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। বিশেষ করে সরকার কিংবা আইন প্রয়োগকারী সংস্থা ফেসবুকের তথ্য নিয়ে ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাতে না পারে সে উদ্দেশ্যেই এই পদক্ষেপ।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!