স্মার্টফোন, কম্পিউটারসহ সর্বোচ্চ চারটি ডিভাইসে একসঙ্গে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।
বর্তমানে স্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপ তথা ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে প্রয়োজন হয় স্মার্টফোনের অনুমতির। যদিও কম্পিউটারের হোয়াটসঅ্যাপটি স্মার্টফোন অ্যাপেরই প্রতিলিপি।
তবে এবার প্রথমবারের মতো স্মার্টফোন ছাড়াই অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তাই স্মার্টফোনের চার্জ ফুরিয়ে গেলেও বার্তার আদান-প্রদান বন্ধ হবে না।
ফেসবুকের মালিকানাধীন এই যোগাযোগ মাধ্যমটি জানায়, শুরুতে পরীক্ষামূলকভাবে সুবিধাটি যুক্ত করা হবে। পরে গবেষণা ও মান উন্নয়নের মাধ্যমে সবার জন্য এই সুবিধা উন্মুক্ত করা হবে।
চারটি ডিভাইসের ম্যাসেজেই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের নিরাপত্তা দিবে হোয়াটসঅ্যাপ। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া তাদের ওপর তৃতীয় কোন পক্ষ নজরদারি করতে পারবে না।













-20251027102457.jpeg)


























