বিশ্বের স্মার্টফোনের বাজারে ২০১৯ সালে দ্বিতীয় অবস্থানে ছিল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এমনকি শীর্ষে থাকা অ্যাপলের আইফোনের বাজারও হুয়াওয়ের আধিপত্যের কারণে ঝুঁকির মধ্যে পড়ে। তবে হুয়াওয়ের এই গতি থমকে যায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞায়।
মার্কিন টেক জায়ান্ট গুগল হুয়াওয়ের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে এলে ফোনগুলোতেও বন্ধ হয়ে যায় অ্যান্ড্রয়েড অপারেটিং সেস্টেমের বেশ কিছু সুযোগ-সুবিধা। তাই বর্তমানে নিজস্ব অপারেটিং সিস্টেম (ওএস) নিয়েই বাজারে টিকে থাকার লড়াইয়ে আছে হুয়াওয়ে।
এবার নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ওএস ২.০। একই সঙ্গে এই ওএস চালিত সাতটি নতুন ডিভাইসে বাজারে এনেছে তারা। এসব ডিভাইসের মধ্যে উল্লেখযোগ্য অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন সুবিধাসহ ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারবাড হুয়াওয়ে ফ্রিবাডস ৪, হুয়াওয়ে মেটভিউ ও হুয়াওয়ে মেটভিউ জিটি নামের দুটি অত্যাধুনিক মনিটর। একই সঙ্গে হুয়াওয়ের প্রায় একশ স্মার্টফোন ও ট্যাবলেটকে হারমোনিওএস ২ অপারেটিং সিস্টেমের আওতায় আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। হারমোনি ওএস এর ‘টাস্ক সেন্টার’ ফিচারের মাধ্যমে এক ডিভাইসের অ্যাপ ইন্সটল ইন্সটল করা ছাড়াই এর সঙ্গে সংযুক্ত সব ডিভাইসে ব্যবহার করা যাবে।
কার্ভড স্ক্রিনযুক্ত নতুন স্মার্ট ওয়াচ হুয়াওয়ে ওয়াচ ৩-তে আছে ৩১৬এল স্টেইনলেস স্টিলের কেস। এটি ব্যবহারকারীকে হ্যাপটিক ফিডব্যাকও প্রদান করতে পারে। হুয়াওয়ে স্মার্টফোনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফোন করা, গান প্লে করাসহ ভ্রমণ ও ফিটনেস গাইড হিসেবে কাজ করতে পারে এই স্মার্টওয়াচ।
হুয়াওয়ে মেটপ্যাড প্রো’তে রয়েছে ৯০ শতাংশ স্ক্রিন-বডির ১২.৬ ইঞ্চি ওএলইডি ফুলভিউ ডিসপ্লে ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত কিরিন ৯০০০ চিপসেট। এটিকে ড্রইং বোর্ডে আর মনিটরে হিসেবেও ব্যবহার করা যাবে। হারমোনি ওএস ২.০ এর নতুন এসব ফিচার গ্রাহকদের আকৃষ্ট করতে ও নতুন করে স্মার্টফোনের বাজার ধরতে হুয়াওয়েকে এগিয়ে রাখবে বলেই আশা করা হচ্ছে।