• ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২, ৩০ রবিউস সানি ১৪৪৭

সাইবার হামলা ও অপরাধ দমনে ৩০ দেশের জোট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৯:২৫ পিএম
সাইবার হামলা ও অপরাধ দমনে ৩০ দেশের জোট

তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে বাড়ছে অনলাইন নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। আর তাই সাইবার হামলা ও অপরাধ মোকাবেলায় এবার একজোট হয়েছে উন্নত বিশ্বের দেশগুলো।

রয়টার্স জানায়, চলতি মাসেই ৩০টি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবে মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতির বরাতে এই খবর জানায় রয়টার্স।

মূলত ক্রিপ্টোকারেন্সির বেআইনি ব্যবহার বন্ধ আর জোটভুক্ত দেশের আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোই হবে হোয়াইট হাউজ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আয়োজিত বৈঠকের মূল উদ্দেশ্য।

চলতি বছর একাধিক সাইবার হামলায় জ্বালানী ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। সাইবার নিরাপত্তা সম্মেলনে রাশিয়া, ন্যাটো ও জি৭-ভুক্ত দেশগুলোও যোগ দিবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!