• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

মাইক্রোসফট বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ইউসুপ ফারুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ১১:০০ এএম
মাইক্রোসফট বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ইউসুপ ফারুক

টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইউসুপ ফারুক।

রোববার (৫ সেপ্টেম্বর) মাইক্রোসফট এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে জানায়, সরকারী এবং বেসরকারি খাতের সংস্থা, ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগ (এসএমই), সম্প্রদায় এবং শিল্পের জন্য মাইক্রোসফটের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবেন ইউসুফ ফারুক।

মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের দক্ষিণ -পূর্ব এশিয়ার নতুন বাজারের মহাব্যবস্থাপক সুক হুন চিয়া বলেন , "ফারুকের শিল্প অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। “

ভারতের বেঙ্গালুরুতে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক করেছেন ইউসুপ ফারুক।বাংলাদেশের প্রযুক্তিতে তার ১৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি  ভিএমওয়্যার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন এবং সিমবায়োসিস বাংলাদেশে কাজ করেছেন।

ইউসুপ ফারুক বলেন, “মাইক্রোসফটের সঙ্গে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।, যেহেতু আমরা বাংলাদেশের ডিজিটাল রূপান্তর এবং ক্লাউড গ্রহণের দিকে মনোনিবেশ করছি। নেটওয়ার্কের জাতীয় কর্মসূচী অর্জনের জন্য স্মার্ট গভর্নেন্সের ভিত্তিতে নেটওয়ার্ক এবং প্রযুক্তির সরঞ্জাম এবং স্থাপনার প্রক্রিয়াগুলোকে ত্বরান্বিত করার মধ্যেই রয়েছে 'ডিজিটাল বাংলাদেশ'। আমি আমাদের দেশ, দেশের শিল্প ও ক্ষমতা একসঙ্গে পরিবর্তনের জন্য কাজ করবো।“

Link copied!