• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্ট করা সেতুর উদ্বোধন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০৮:৫০ পিএম
বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্ট করা সেতুর উদ্বোধন

নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে উন্মোচন করা হল থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম সেতু। স্বয়ংক্রিয় সেতুটি পথচারী ও যানবাহন পারাপারের সময় ওজন, তাপমাত্রাসহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে সক্ষম।

নিউ সিভিল ইঞ্জিনিয়ার ডটকম জানায়, পুরো সেতুটি রোবোটের মাধ্যমে মুদ্রণ করা হয়েছে। সেতুজুড়ে রয়েছে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত বিশেষ সেন্সর নেটওয়ার্ক। যার মাধ্যমে সেতুটি এর উপরে চলাচলরত সবকিছু পর্যবেক্ষণ করবে।

ভবিষ্যতে এসব তথ্য সংগ্রহ করে ভবিষ্যতে সেতুর অবকাঠামোগত মান উন্নয়ন করা হবে। পাশাপাশি আগামীতে আরও বড় প্রকল্পে থ্রিডি প্রিন্ট প্রযুক্তি ব্যবহারেও এই সেতুর পরিকল্পনা কাজে লাগবে বলে জানান এর প্রকৌশলীরা।

অ্যালান ট্যুরিং ইনস্টিটিউটের ডেটা-সেন্ট্রিক ইঞ্জিনিয়ারিং (ডিসিই) এর উদ্যোগে সেতুটি তৈরি হয়েছে। প্রকল্পের আরও যুক্ত ছিল থ্রিডি প্রিন্টিং প্রতিষ্ঠান এমএক্স-থ্রিডি। নকশা করেছে জরিস লারমান ল্যাবস। এছাড়াও গবেষকরা এই প্রকল্পে অটোডেস্কের সফ্টওয়্যারেরও সাহায্য নিয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!