বঙ্গোপসাগরে দেখা মিলেছে সামুদ্রিক মাছের নতুন এক প্রজাতি। গিটারফিশ বা পীতাম্বরি মাছের এই প্রজাতিকে শনাক্ত করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল।
বিজ্ঞান বিষয়ক সাময়িকী জ্যুট্যাক্সাতে এই উদ্ভাবন নিয়ে প্রবন্ধ প্রকাশ করেছেন গবেষকরা। গবেষক দলের নেতৃত্বে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আহসান হাবীব।
গিটারের মতো দেখতে সামুদ্রিক এই মাছের দৈর্ঘ্য প্রায় ৭৫০ মিলিমিটার। কক্সবাজার সমুদ্রসৈকতের ৪০ থেকে ৬০ কিলোমিটার এলাকায় এদের দেখা মেলে।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গবেষক দল জানায়, ডিএনএ বারকোডিং পদ্ধতিতে হাঙ্গর ও শাপলাপাতা জাতীয় মাছের প্রজাতি নিয়ে গবেষণার সময় গিটারফিশের নতুন প্রজাতিটির সন্ধান পান তারা। এই গবেষণায় অর্থায়ন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
এ পর্যন্ত জায়ান্ট গিটারফিশের আটটি প্রজাতি শনাক্ত করা হয়েছে। যার মধ্যে চার ধরনের গিটারফিশ পাওয়া যাচ্ছে কক্সবাজারেই। দেশের সামুদ্রসীমায় পাওয়া এই নতুন প্রজাতির ইংরেজি নাম দেয়া হয়েছে বাংলাদেশি গিটারফিশ।