গুগল, অ্যামাজন ও ফেসবুকের পর বাংলাদেশে ব্যবসার জন্য নিবন্ধন করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট।
প্রতিষ্ঠানটির ভ্যাট নিবন্ধন নম্বর ০০৩৯৮৯৮৫৮-০২০৮।সেগুনবাগিচা বিভাগীয় দপ্তরের অধীনে মাইক্রোসফটকে ভ্যাট বা মূসক নিবন্ধন দেয় ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
এর আগে ২৩ মে গুগল, ২৭ মে অ্যামাজন ও ১৩ জুন ফেসবুক বাংলাদেশে ভ্যাট নিবন্ধন করে। বাংলাদেশে মাইক্রোসফটের ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড এ্যাসোসিয়েটস।
মাইক্রোসফটের সিঙ্গাপুর অফিস থেকে এই নিবন্ধন করা হয়েছে।
