• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

নিকটস্থ টিকাকেন্দ্রের খোঁজ জানাবে ফেসবুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৯:১৩ পিএম
নিকটস্থ টিকাকেন্দ্রের খোঁজ জানাবে ফেসবুক

করোনা মহামারি শুরুর পর থেকেই সংক্রমণ রোধ আর সচেতনতা বাড়াতে প্রচেষ্টা চালিয়ে আসছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এমনকি বিশ্বের অনেক দেশেই টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করছে ফেসবুকের মোবাইল অ্যাপ। পাওয়া যাচ্ছে টিকা-সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ তথ্য।

এবার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও টিকাকেন্দ্রের খোঁজ নিয়ে আসছে ফেসবুক। সরকারের সঙ্গে সমন্বয়ে ‘ভ্যাকসিন ফাইন্ডার’ সেবা চালু করেছে ফেসবুক।

কত বছর হলে টিকা নেওয়া যাবে আর নিকটস্থ টিকাকেন্দ্রটি কোথায়—এসব তথ্য ভেসে উঠবে সবার ফেসবুক নিউজফিডে। বাংলাদেশ তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যৌথভাবে ফেসবুকের মাধ্যমে এই সেবা দেবে। 

নিকটস্থ টিকাদানকেন্দ্রের ঠিকানা খুঁজে পেতেও সাহায্য করবে ফেসবুক। এছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় জানা যাবে টিকার নিবন্ধন প্রক্রিয়াসহ টিকার কার্যকারিতা সংবলিত নানান তথ্য।

Link copied!