• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

টুইটারে নতুন প্রধান নির্বাহী পরাগ, ডরসির পদত্যাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ১২:০৯ পিএম
টুইটারে নতুন প্রধান নির্বাহী পরাগ, ডরসির পদত্যাগ

জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার-এর প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করলেন জ্যাক ডরসি। তার জায়গায় আসছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। যিনি এত দিন প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে কর্মরত ছিলেন। পদত্যাগের ঘোষণায় পরাগের নেতৃত্বে অগাধ বিশ্বাস থাকার কথা জানিয়েছেন ডরসি।

বিবিসি জানায়, টু্ইটারের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন জ্যাক ডরসি। তবে তিনি কোম্পানির বোর্ডে থাকবেন।

২০১৫ সালে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়েছিলেন জ্যাক ডরসি।পদত্যাগের বিষয়ে জ্যাক ডরসি বলেন, ‘আমার চলে যাওয়ার সময় হয়েছে। কোম্পানিটি এগিয়ে যাবে। এর জন্য় তারা প্রস্তুত। প্রধান নির্বাহীর পদে যিনি থাকবেন, আমি নিশ্চিত তিনি কোম্পানিটিকে আরও এগিয়ে নেবেন।"

এদিকে টুইটার- কর্তৃপক্ষ জানায়, ২০১১ সালে টুইটারে যোগ দেন পরাগ আগারওয়াল। তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) দায়িত্বে ছিলেন। এখন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিবেন।

এক বিবৃতিতে পরাগ বলেন, "আমার নেতৃত্বে আস্থা রাখার জন্য পরিচালনা পর্ষদকে এবং শিক্ষা, সমর্থন ও অংশীদারত্বের জন্য জ্যাককে ধন্যবাদ জানাচ্ছি। ডরসির নেতৃত্ব আমরা যা অর্জন করেছি, আমি সেটার ভিত্তিতেই সবকিছু গড়তে চাই।"

এক দশকের বেশি সময় ধরে টুইটারে কাজ করছেন পরাগ আগারওয়াল। ২০১১ সালে তিনি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দেন। প্রতিষ্ঠানটির নানা কাজ সফলভাবে করার জন্য টুইটারের প্রথম ‘ডিসটিংগুইশড ইঞ্জিনিয়ার’ হন তিনি। ২০১৭ সালের অক্টোবরে তাকে সিটিও করা হয়। টুইটারের কারিগরি কৌশল নিয়ে কাজ করেছেন পরাগ। সফটওয়্যার উন্নয়নের ধারায় অগ্রগতি আনা এবং সর্বস্তরে কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন লার্নিং প্রযুক্তির প্রয়োগের দায়িত্বে তিনি ছিলেন।

Link copied!