• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬
ফেসবুক স্মার্টওয়াচ

ঘড়িতেই চলবে ফেসবুক, সঙ্গে ভিডিও কল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ১০:২৫ পিএম
ঘড়িতেই চলবে ফেসবুক, সঙ্গে ভিডিও কল

সামনে ও পেছনে দুইটি এইচডি ক্যামেরাসহ নতুন স্মার্টওয়াচ বাজারে আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। প্রযুক্তি বিষয়ক সাময়িকী, দ্য ভার্জ জানায় এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টওয়াচ ২০২২ সালের মধ্যেই প্রযুক্তিপ্রেমীদের হাতে পৌঁছবে।

হাতে থাকা অবস্থাতেই স্মার্টওয়াচের সামনের ক্যামেরা দিয়ে ভিডিও কল করা যাবে। আর ব্যবহারকারীরা চাইলে স্ট্র্যাপ থেকে খুলে স্মার্টওয়াচের পেছনের ক্যামেরাটিও ব্যবহার করতে পারবেন। অটোফোকাস সুবিধাযুক্ত পেছনের এই ক্যামেরাটি মূলত ভিডিও ও ছবি ধারণের জন্যেই যুক্ত করা হয়েছে।

ফেসবুকের স্মার্টওয়াচের মাধ্যমে ১০৮০ পিক্সেল এইচডি ভিডিও কলের সুবিধা থাকছে। সাদা, কালো ও সোনালী এই তিন রংয়ে আসতে পারে স্মার্টওয়াচটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর দাম পড়বে ৪০০ মার্কিন ডলার।

Link copied!