২০২১ সালের শেষ দিকে বাজারে আসতে পারে আইফোন ১৩। অ্যাপলইনসাইডার ডট কমের বিশ্লেষক মিং চি কু এই তথ্য জানিয়েছেন।
নতুন আইফোনে আন্ডার ডিসপ্লে টাচ আইডি, ফাইভ-জি প্রযুক্তি ও উন্নতমানের এ সিরিজ চিপ ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। এর দামও তুলনামূলক কম হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও ২০২২ সালের শেষে অ্যাপল আরও দুটি দামি ও দুটি সাশ্রয়ী মূল্যের আইফোন বাজারে আনতে পারে বলে জানান মিং চি। সাশ্রয়ী এসব আইফোনের দাম ৯০০ ডলারের মধ্যে হতে পারে।
বাজারে কম দামে বড় ডিসপ্লের স্মার্টফোনের চাহিদা বাড়ায় মূলত অ্যাপল নতুন পরিকল্পনা হাত নিয়েছে। এছাড়াও স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেও দামের ক্ষেত্রে ছাড় দিতে হচ্ছে এই টেক জায়ান্টকে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































