চালু হল মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১। ইন্টারফেস ও নকশায় ছাড়াও আরো কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে উইন্ডোজ ১১-তে।
আগের মত আর এক কোণে না থেকে এবার স্টার্ট মেনু থাকছে টাস্কবারের একেবারে মাঝখানে। এর দুপাশে থাকবে অন্য প্রোগ্রামের আইকন।
নতুন স্টার্ট মেনু দেখতে অনেকটা স্মার্টফোনের লঞ্চারের মতই। হোম স্ক্রিনের উইজেটগুলো এখন আর আগের মত যেখানে খুশি রাখা যাবে না। এগুলো যুক্ত থাকবে বামদিকে সাইডবারে।
স্কাইপের জায়গায় এতে থাকছে নতুন মাইক্রোসফট টিমস। এছাড়াও এক্সবক্সের কিছু সুবিধাও পাওয়া যাবে উইন্ডোজ ১১-তে। আর মাইক্রোসফট স্টোরেও পাওয়া যাবে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ।
এমনকি উইন্ডোজ ১১-তে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য তৈরি অ্যাপগুলোও ব্যবহার করা যাবে। সেগুলো ডাউনলোড করা যাবে অ্যামাজন অ্যাপ স্টোর থেকে।