• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ১০:৫৯ এএম
বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট

‘সাময়িকভাবে’ বন্ধ থাকলেও এবার স্থায়ীভাবেই বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট। রোববার (৩০ জানুয়ারি) পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে চূড়ান্ত এই সিদ্ধান্ত জানায় পত্রিকাটির মালিকপক্ষ।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী বলেন, “আজ থেকে স্থায়ীভাবে ইনডিপেনডেন্ট পত্রিকা বন্ধ করা হলো। এটা আমাদের  মালিকপক্ষের সিদ্ধান্ত। আমাদের প্রধান সম্পাদক এম শামসুর রহমান বৈঠকে সবাইকে বিষয়টি জানিয়েছেন। নিয়ম অনুযায়ী সব কর্মীর বকেয়া বেতন পরিশোধ করা হবে।”

১৯৯৫ সালে ২৬ মার্চ দ্য ইনডিপেনডেন্টের যাত্রা শুরু হয়। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের কোম্পানি ইনডিপেনডেন্ট পাবলিকেশন্স লিমিটেড। এই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি পত্রিকা রয়েছে। বাংলা দৈনিক মুক্তকণ্ঠ দিয়ে প্রকাশনা জগতে প্রবেশ করে বেক্সিমকো গ্রুপ। তাদের শৈলী ও আনন্দভুবন নামে দুটি ম্যাগাজিনও ছিল। কিন্তু দৈনিক মুক্তকণ্ঠ, শৈলী ও আনন্দভুবন বন্ধ হয়ে যায়।

বর্তমানে এ কোম্পানির ইনডিপেনডেন্ট টেলিভিশনই এখন সম্প্রচারে রয়েছে। ২০১০ সালে টেলিভশনটির যাত্রা শুরু হয়।

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!