• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

‘স্বপ্ন’ এখন আগারগাঁও তালতলায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০৭:৩৬ পিএম
‘স্বপ্ন’ এখন আগারগাঁও তালতলায়
রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় ‘স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন। ছবি: সংগৃহীত

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন আগারগাঁও তালতলা-তে । শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ২টার পর ‘স্বপ্ন’র ৩৯৬তম নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।

নতুন এ আউটলেট উদ্বোধনের সময় স্বপ্নর হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. সেলিম আক্তার, রিজিওনাল হেড অফ অপারেশন সমীর ঘোষ সানি, রিজিওনাল ম্যানেজার অফ অপারেশন মোহাম্মদ আকবার হোসেন ও তানভীর আহমেদ পাভেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানকার সব গ্রাহক স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‍‍`স্বপ্ন‍‍`।”

স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, “উদ্বোধন উপলক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।”

হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর : ০১৭০৮-১৩৮৪৮৩। আউটলেটের পুরো ঠিকানা : হোল্ডিং নাম্বার : ৯৭/৩, পশ্চিম কাফরুল, শেরেবাংলানগর, তালতলা, আগারগাঁও, ঢাকা। ‘বিজ্ঞপ্তি’

Link copied!