• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

উৎসর্গ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪, ০৩:৩২ পিএম
উৎসর্গ ফাউন্ডেশনের শীতবস্ত্র  বিতরণ

অসহায়, দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে উৎসর্গ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. ইমরুল কায়েস পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন।

উৎসর্গ ফাউন্ডেশন অসহায় মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে তাদের অ্যাপসের মাধ্যমে মানুষের রক্ত সংগ্রহ করে থাকে।

কোভিডের শুরু থেকেই উৎসর্গ ফাউন্ডেশন সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে স্যানিটাইজার, মাস্ক বিতরণ ও ত্রাণসামগ্রী দিয়ে সহযোগিতা করেছে।

এছাড়াও বন্যাকবলিত এলাকায় চরাঞ্চলের মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে বন্যার সময় ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকে।

উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে দেশব্যাপী স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে। 

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!