• ঢাকা
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

সৌদিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ১২:৪৩ পিএম
সৌদিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা

সৌদি আরবের রিয়াদে জাকির হোসেন গাজী (২৯) নামের এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। 

নিহত জাকির ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অরুয়াইলের মো. কাঞ্চন মিয়ার ছেলে। তিনি রিয়াদের আল হারা এলাকায় একটি বাসায় থাকতেন।

জাকিরের বড় ভাই দুলাল মিয়া জানান, বুধবার সকালের দিকে ওই বাসাতেই তার ভাইকে গলা কেটে এবং ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে হত্যা করা হয়।

দুলাল মিয়া বলেন, “আমার এক শ্যালক সৌদি আরব থেকে বিষয়টি জানিয়েছেন। বাসার ভেতরে জাকিরের রক্তাক্ত লাশের একটি ছবিও আমরা পেয়েছি।”

তবে কারা কেন জাকিরকে এভাবে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।

এদিকে জাকিরের এমন মৃত্যুর খবর শুনে সরাইলে তার গ্রামের বাড়িতে ভিড় করেছেন এলাকার লোকজন এবং আত্মীয়স্বজন। পরিবারের সদস্যদের তারা সমবেদনা জানাচ্ছেন।

২০০৮ সাল থেকে সৌদিপ্রবাসী জাকির হোসেন আড়াই বছর আগে বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে একবার দেশে এসেছিলেন। কিছুদিন পর তার আবার দেশে আসার কথা ছিল। স্থানীয় এক চেয়ারম্যানের মেয়ের সঙ্গে তার বিয়েও ঠিক করে রেখেছিল পরিবার। জাকিরের বাড়ি আসা ও বিয়ে উপলক্ষে গ্রামের বাড়িতে তিনতলা একটি ভবন নির্মাণের কাজও চলছিল বলে জানালেন পরিবারের সদস্যরা।

Link copied!