করোনার কারণে কঠিন পরিস্থিতিতে পড়েছেন মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি অভিবাসীরা। পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এ অবস্থায় দেশটির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের ধৈর্য ধরতে বলা হয়েছে।
বর্তমানে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ প্রতিদিন চিরুনি অভিযান চালাচ্ছে। ফলে প্রতিটি সময় আতঙ্কে দিন পার করতে হচ্ছে প্রবাসীদের। তবে রিক্যালিব্রেশনে যারা নিবন্ধিত হয়েছেন, তাদের জন্য আতঙ্কে থাকার মতো কিছু ঘটেনি বলে জানা গেছে।
এরইমধ্যে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের সমস্যার ইতিবাচক সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস বলছে, দক্ষ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে করোনা পরিস্থিতির মাঝেও বৈধ-অবৈধ নির্বিশেষে বাংলাদেশি কর্মীদের করোনা চিকিৎসা এবং ডিটেনশন ক্যাম্পে থাকা কর্মীদের এবং অবৈধ শ্রমিকদের বৈধকরণের ইতিবাচক সম্মতি প্রদান মালয়েশিয়ার সরকারের সুদৃষ্টির সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে।
করোনা পরিস্থিতিতে দুই দেশের অর্থনৈতিক, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্কে কোনো বিরূপ প্রভাব যাতে না পড়ে এবং বাংলাদেশি নাগরিকদের কোনো সমস্যা না হয়, সবদিকে সতর্ক থেকে হাইকমিশন দক্ষতার সঙ্গে কাজ করছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আবেদনকৃত এক লাখ ৯৩ হাজার পাসপোর্টের মধ্যে এক লাখ ৬০ হাজার পাসপোর্ট বিতরণ করা হয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে সরাসরি পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে। তবে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সেবা সীমিত আকারে চলছে। প্রবাসীদের কথা মাথায় রেখে শিগগিরই দূতাবাসের সব কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালু হবে।