মেট্রো রেলের কাজ চলছে কয়েক বছর ধরেই। সড়কের অনেক অদল বদলে খামারবাড়ি সংলগ্ন ফুটপাতগুলোতে খানাখন্দে ভরে উঠেছে। হাঁটতে গেলেই হোঁচট খেতে হয় পথচারীদের। খামারবাড়ি। ছবি- সাবরিনা মুন্নী
প্রধান সড়কের পাশেই ভাঙা ফুটপাত দিয়ে চলতে হচ্ছে পথচারীদের। একটু অসাবধানতায় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। খামারবাড়ি। ছবি- সাবরিনা মুন্নী
ফুটপাত জুড়ে রয়েছে নানান রকমের ভ্রাম্যমাণ দোকান। ফার্মগেট। ছবি- সাবরিনা মুন্নী
ভাঙা ফুটপাতের একপাশে দোকান, অন্যপাশে গাড়ি পার্কিং। এর মধ্য দিয়েই চলতে হয় পথচারীদের। ফার্মগেট। ছবি- সাবরিনা মুন্নী
সারা বছরই এখানে স্থায়ী ভাবেই দোকান বসছে। সিটি কর্পোরেশন থেকে বারবার হকার উচ্ছেদের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না। ফার্মগেট, আনন্দ সিনেমা হল। ছবি- সাবরিনা মুন্নী
অস্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লেগে থাকে। এর মধ্য দিয়ে নারীদের চলাচলে নিরাপত্তা বিঘ্নিত ঘটে। গ্রীনরোড। ছবি- সাবরিনা মুন্নী
ময়লার স্তূপ পার হয়েই চলতে হয় পথচারীদের। হাতিরপুল। ছবি- সাবরিনা মুন্নী
ফুটপাত জুড়ে পড়ে আছে বিদ্যুতের তার, ময়লা আবর্জনা। হাতিরপুল। ছবি- সাবরিনা মুন্নী
রাস্তা খোঁড়াখুঁড়ি করে পাইপ ও অন্যান্য ময়লা ফুটপাতেই ফেলা রাখা হয় দিনের পর দিন। হাতিরপুল। ছবি- সাবরিনা মুন্নী