নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নয়াদিল্লি যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ ওয়ালিদ ফয়েজ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ১২টার দিকে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকায় ফিরবেন।