• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সোমবার বন্ধ সুপ্রিম কোর্ট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১১:০৩ এএম
সোমবার বন্ধ সুপ্রিম কোর্ট

সোমবার (১৭ জানুয়ারি) বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি টি এইচ খানের মৃত্যুতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

সুপ্রিম কোর্টের মুখপাত্র বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি টি এইচ খানের মৃত্যুতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে যথারীতি বিচারকাজ চলবে।

ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ জানুয়ারি) বিকেলে বিচারপতি টি এইচ খানের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ১০২ বছর। টি এইচ খান তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী বেগম রওশন আরা জোবায়দা খানম ২০১১ সালে মারা যান।

তার বড় ছেলে অ্যাডভোকেট আফজাল এইচ জানান, বার্ধক্যজনিত কারণে বাবার হার্ট ফেইলিউর হয়। দুর্বল হয়ে পড়ায় শনিবার (১৫ জানুয়ারি)  রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Link copied!