মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী বলেন, “বেগম জিয়া কথা বলতে পারছেন, তবে খুব ধীরে ধীরে। তিনি খুবই দুর্বল। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার জোর দাবি জানাই।”
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখার পর ভাসানীর ছোট মেয়ে এসব কথা বলেন।
এরআগে ভাসানীর পরিবারের পাঁচ সদস্যের একটি দল বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। ৩০ মিনিটের মতো তারা হাসপাতালে অবস্থান করেন।
ভাসানীর নাতি হাবিব হাসান মনার বলেন, “আমরা বেগম জিয়াকে দেখতে গিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন, বেগম জিয়ার অবস্থা খারাপ।”
মনার বলেন, “বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানাই ভাসানির পরিবারের পক্ষ থেকে।”
ভাসানীর পরিবারের অন্য সদস্যরা হলেন ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, নাতনি সুরাইয়া সুলতানা এবং নাতি মাহমুদুল হক শানু।