• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শুরু হচ্ছে জেলা প্রশাসকদের সম্মেলন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৯:৩৪ এএম
শুরু হচ্ছে জেলা প্রশাসকদের সম্মেলন

জেলা প্রশাসকদের (ডিসি) বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার (১৮ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করবেন।

সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন শুরু হবে। করোনা মহামারির কারণে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্বোধন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল জানান, করোনা সংক্রমণের কারণে সম্মেলনে অতিথিদের সমাগম কম করা হয়েছে। কোভিড-১৯ বিবেচনা করেই সম্মেলনটি ওসমানী স্মৃতি মিলনায়তনে হচ্ছে। সেখানে ৭০০ জনের ধারণক্ষমতা থাকলেও মাত্র ৬৪ জন অনুষ্ঠানস্থলে থাকবেন। অনুষ্ঠানে ১৫ জন মন্ত্রী ও ১৫ জন সচিব থাকছেন। কার্য অধিবেশনগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিব মঞ্চে বসবেন। ডিসিরা গ্যালারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে বসবেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, দুই বিভাগীয় কমিশনার এবং ৫ জন ডিসি কোভিড -১৯ পজিটিভ হয়েছেন। তারা রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার ডিসি।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান,  এই সম্মেলনে কোভিড-১৯, ভূমি ব্যবস্থাপনা, আইন প্রয়োগ, স্থানীয় সরকারের কার্যক্রম শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, আইসিটি ও ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভৌত অবকাঠামো এবং সম্মেলনে উন্নয়ন কর্মকাণ্ডের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Link copied!