করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আগামী ১৫ জানুয়ারির মধ্যে তাদের জন্মনিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) এক নোটিশে এ নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নোটিশে মাউশি জানায়, ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১৫ জানুয়ারির মধ্যে তাদের জন্মনিবন্ধন সনদ দিয়ে করোনার সুরক্ষা অ্যাপে গিয়ে টিকার নিবন্ধন সম্পন্ন করবে। যেসব শিক্ষার্থীর জন্মনিবন্ধন নেই, তাদের আগামী ৬ জানুয়ারির মধ্যে জন্মনিবন্ধন সম্পন্ন করার বিষয়টি স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিশ্চিত করবেন।
নোটিশে আরো বলা হয়, যেসব শিক্ষার্থী ৭ জানুয়ারির মধ্যে করোনার টিকা নিতে পারবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক তালিকা তৈরি করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠাতে হবে। এই কাজটি করবেন জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
এছাড়া আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যেসব শিক্ষার্থী টিকা গ্রহণ করবেন, তাদের নির্ধারিত দিনে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করবেন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
নোটিশে সকল জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।