রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রবেশ করেছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে প্রবেশ করেন তারা।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে বিদায়ী নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে যান। তার সঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন।
এছাড়া নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) করোনা আক্রান্ত হওয়ায় তিনি সাক্ষাতে যেতে পারেননি।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ চারজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয় দেশের ১২তম নির্বাচন কমিশন।
এদিকে নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে আগামীকাল সোমবার দায়িত্ব শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের।
এছাড়া দায়িত্ব শেষ হওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে এটি বর্তমান কমিশনের বিদায়ী সাক্ষাৎ।