• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীতে আইসসহ গ্রেপ্তার এক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ১১:৪৫ এএম
রাজধানীতে আইসসহ গ্রেপ্তার এক

রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে ভয়ংকর মাদক আইসসহ (ক্রিস্টাল মেথ) এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. মিরাজ শেখ।

সোমবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পল্টন থানার কালভার্ট রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম ভয়ংকর মাদক (ক্রিস্টাল মেথ) আইসসহ মিরাজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিরাজ বিভিন্ন এলাকা থেকে আইস সংগ্রহ করে ঢাকা শহরে বিভিন্ন স্থানে বিক্রি করত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

Link copied!